অভাগী

  • Update Time : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / 230

      অভাগী
উম্মে কুলসুম ডলি

দুঃখিনী এই আমি বেঁচে আছি হেসে,
একাকী কষ্টের জীবন, দুঃখ ভালবেসে,
স্বামী চলে গেছে পরপারে, পুত্র সন্তান রেখে।
ছেলে আমার কলিজারধন একমাত্র সম্বল বেঁচে থাকার।

তবুও আমি সুখ খুঁজি হৃদমাজারে
অবাক সুপ্ত বিস্ময়রাজি আমার বসুন্ধরায় শূন্য-মহাশূন্যে।

নিয়তির পরিহাসে তীব্র ব্যাথা, মন শুধু পায়।
সে যে হৃদয়ে বসে হৃদয় পোড়ায়।
কলিজার সর্বত্র করে দেয় ছাই
নিভানোর মত কিছু ধরাধামে বুঝি নাই।

যেখানে যাই না কেন থাকে পোড়া সেই গন্ধ
খোলা দরজা জানালা সব হয় বন্ধ।
এতোই অভাগা আমি এই পৃথিবীতে
বুকে গহিনে পাথরচাপা কস্ট ক্রন্দন করে গভীর নিশিতে।

কেউ দেখে না আমার দু’চোখের জল
হাসি খুশি থাকি সর্বসমক্ষে করে নানা ছল।
এ হৃদয়ের ভাষা বুঝার কেউ নেই নীরবে
আমাতে চিরস্থায়ী দুঃখসম্ভার,
তব ভবে সুখি আমি ভাবে সবে।

কেমনে হৃদয় করবে সুখের সন্ধান
আমার ভেতর-বাহির ব্যাথায় পরিপূর্ণ ছারখার।

Tag :

Please Share This Post in Your Social Media


অভাগী

Update Time : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

      অভাগী
উম্মে কুলসুম ডলি

দুঃখিনী এই আমি বেঁচে আছি হেসে,
একাকী কষ্টের জীবন, দুঃখ ভালবেসে,
স্বামী চলে গেছে পরপারে, পুত্র সন্তান রেখে।
ছেলে আমার কলিজারধন একমাত্র সম্বল বেঁচে থাকার।

তবুও আমি সুখ খুঁজি হৃদমাজারে
অবাক সুপ্ত বিস্ময়রাজি আমার বসুন্ধরায় শূন্য-মহাশূন্যে।

নিয়তির পরিহাসে তীব্র ব্যাথা, মন শুধু পায়।
সে যে হৃদয়ে বসে হৃদয় পোড়ায়।
কলিজার সর্বত্র করে দেয় ছাই
নিভানোর মত কিছু ধরাধামে বুঝি নাই।

যেখানে যাই না কেন থাকে পোড়া সেই গন্ধ
খোলা দরজা জানালা সব হয় বন্ধ।
এতোই অভাগা আমি এই পৃথিবীতে
বুকে গহিনে পাথরচাপা কস্ট ক্রন্দন করে গভীর নিশিতে।

কেউ দেখে না আমার দু’চোখের জল
হাসি খুশি থাকি সর্বসমক্ষে করে নানা ছল।
এ হৃদয়ের ভাষা বুঝার কেউ নেই নীরবে
আমাতে চিরস্থায়ী দুঃখসম্ভার,
তব ভবে সুখি আমি ভাবে সবে।

কেমনে হৃদয় করবে সুখের সন্ধান
আমার ভেতর-বাহির ব্যাথায় পরিপূর্ণ ছারখার।