করোনা বিপর্যয়ে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সে সময় কবিতার মাধ্যেমে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন এই সময়ের কবিরা। এছাড়াও কবিতার মাধ্যমে উঠে এসেছে মানুষের নানা কর্মকাণ্ড। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে উঠছে দারুণ জনপ্রিয়।
.
এই পৃথিবী যে শুধু মানুষের জন্য নয়, সে বিষয়টিই উঠে এসেছে ‘ঈশ্বর হোক সবার’ এই কবিতায়।
করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষ যখন ঘরে বন্দী, ঠিক তখন পৃথিবী সেজে উঠেছে আপনরূপে। যেখানে মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণ উপভোগ করছে নতুন এই বিশ্বকে।
মানুষ যে প্রকৃতির প্রতি অন্যায় করে আসছিলো, সেই উপলব্ধি উঠে এসেছে ‘শূন্য দিনের পৃথিবী’ কবিতায়। করোনা নিয়ে রয়েছে আরও কবিতা। যেসব কবিতা জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য করোনা নিয়ে লেখা প্রায় সব কবিতায় উঠে এসেছে মানুষের কর্ম ও তার প্রতিফল।
মানুষ যে কত অসহায়, তা উঠে এসেছে ‘আবার সুদিন আসবে’ এই কবিতায়। যেখানে করোনা সচেতনতায় দেয়া হয়েছে নানান বার্তা।
করোনার এই দুঃসময়কে জয় করে মানুষ আবার উঠে দাঁড়াবে, সে প্রত্যাশা প্রতিধ্বনিত ‘আবার সুদিন আসবে’ কবিতায়।