নিমক হারামী

  • Update Time : ০৪:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / 223

নিমক হারামী
মোহাম্মদ আবদুল হাই পিএএ

কিনছো যবে সংখ্যায় তুমি বিক্রয় কেন কেজি?
জাতির সাথে প্রতারণায় আস্ত একটা পাঁজি।

চাষী গুণে ক্ষেতের মাঝে সাজে তরমুজ বহর,
গড় পড়তায় দাম দিয়ে সব নিলাম লটরপটর।

পাল্লায় তুলে ভোক্তার বুকে বিধঁলে যবে শেল
আমজনতা ক্ষেপলে তবে ভাঙ্গবে মাথায় বেল!

বৈশেখ মাসের প্রখর রোদে তপ্ত বালুর রতি
কেজির বচন শুনেই গরম ভোক্তার মতিগতি।

কিনছো যবে সংখ্যায় দেখে আকার আকৃতি
বেচতেও হবে আকার দেখে চলবে না বিকৃতি।

চাষী ঘেমে ভেজা গামছায় মুছে চোখের জল
ঋণের বোঝা সূদ আসলে তরমুজ রসাতল।

যে ফলিল সে না পেলো ন্যায্য ফলের দাম
তুই হারামীর কেজির মাপে বিশাল ব্যবধান।

ভালো হলে ভালো পাবি ভালো রসের দাম
ছোৎমা হারামজাদা গাইল না পাড়িতাম।

লেখকঃ পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর

Tag :

Please Share This Post in Your Social Media


নিমক হারামী

Update Time : ০৪:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১

নিমক হারামী
মোহাম্মদ আবদুল হাই পিএএ

কিনছো যবে সংখ্যায় তুমি বিক্রয় কেন কেজি?
জাতির সাথে প্রতারণায় আস্ত একটা পাঁজি।

চাষী গুণে ক্ষেতের মাঝে সাজে তরমুজ বহর,
গড় পড়তায় দাম দিয়ে সব নিলাম লটরপটর।

পাল্লায় তুলে ভোক্তার বুকে বিধঁলে যবে শেল
আমজনতা ক্ষেপলে তবে ভাঙ্গবে মাথায় বেল!

বৈশেখ মাসের প্রখর রোদে তপ্ত বালুর রতি
কেজির বচন শুনেই গরম ভোক্তার মতিগতি।

কিনছো যবে সংখ্যায় দেখে আকার আকৃতি
বেচতেও হবে আকার দেখে চলবে না বিকৃতি।

চাষী ঘেমে ভেজা গামছায় মুছে চোখের জল
ঋণের বোঝা সূদ আসলে তরমুজ রসাতল।

যে ফলিল সে না পেলো ন্যায্য ফলের দাম
তুই হারামীর কেজির মাপে বিশাল ব্যবধান।

ভালো হলে ভালো পাবি ভালো রসের দাম
ছোৎমা হারামজাদা গাইল না পাড়িতাম।

লেখকঃ পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর