তুমি অবিনশ্বর মুজিব

  • Update Time : ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • / 194

তুমি অবিনশ্বর মুজিব
নুসরাত রশিদ

হে মুজিব
হে বাঙালি জাতির পিতা,
কে বলেছে বাংলার বুকে তুমি নাই?
আমি তো সারা বাংলার আকাশে বাতাসেও
তোমাকেই খুঁজে পাই।

তুমি দেখিয়েছো নতুন স্বপ্ন, দিয়েছো নতুন প্রাণ,
করেছ স্বাধীনতা শৃঙ্খল থেকে মোদের মুক্তি,
তোমার সেই উঁচু ধ্বনি ও দিকনির্দেশনায় আজও
আমরা খুঁজে পাই শুভ শক্তি!

তুমি বিনে স্বাধীনতা ও বিজয়ের নিশান?
সে তো কেবলই ছিল নিছক শব্দ!
তোমার সেই বজ্রকন্ঠের তুমুল ধ্বনিতেই তো আজ,
কাপুরুষের দল পালিয়েছে, শত্রু হয়েছে জব্দ।
বঙ্গবন্ধু তুমি অবিনশ্বর বাঙালি হৃদয়ে!

পৃথিবী নামক পুষ্পকাননে,
তুমি ছিলে এক প্রস্ফুটিত ফুল!
ঘাতকেরা তোমায় হত্যা করে
করেছিল এক চরম ভুল।

তুমি লাল সবুজের পতাকা দিয়েছো,
দিয়েছো এক স্বাধীন নীড়!
তুমি মোর গৌরব, বাঙালির গৌরব,
আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক,
শত ফুলের সৌরভ!

Please Share This Post in Your Social Media


তুমি অবিনশ্বর মুজিব

Update Time : ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

তুমি অবিনশ্বর মুজিব
নুসরাত রশিদ

হে মুজিব
হে বাঙালি জাতির পিতা,
কে বলেছে বাংলার বুকে তুমি নাই?
আমি তো সারা বাংলার আকাশে বাতাসেও
তোমাকেই খুঁজে পাই।

তুমি দেখিয়েছো নতুন স্বপ্ন, দিয়েছো নতুন প্রাণ,
করেছ স্বাধীনতা শৃঙ্খল থেকে মোদের মুক্তি,
তোমার সেই উঁচু ধ্বনি ও দিকনির্দেশনায় আজও
আমরা খুঁজে পাই শুভ শক্তি!

তুমি বিনে স্বাধীনতা ও বিজয়ের নিশান?
সে তো কেবলই ছিল নিছক শব্দ!
তোমার সেই বজ্রকন্ঠের তুমুল ধ্বনিতেই তো আজ,
কাপুরুষের দল পালিয়েছে, শত্রু হয়েছে জব্দ।
বঙ্গবন্ধু তুমি অবিনশ্বর বাঙালি হৃদয়ে!

পৃথিবী নামক পুষ্পকাননে,
তুমি ছিলে এক প্রস্ফুটিত ফুল!
ঘাতকেরা তোমায় হত্যা করে
করেছিল এক চরম ভুল।

তুমি লাল সবুজের পতাকা দিয়েছো,
দিয়েছো এক স্বাধীন নীড়!
তুমি মোর গৌরব, বাঙালির গৌরব,
আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক,
শত ফুলের সৌরভ!