আজ থেকে ‘স্মৃতির কয়েদি’ বইয়ের প্রি-অর্ডার শুরু

  • Update Time : ০৯:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / 160

রেজা শাহীন:
কিছু গল্প রংহীন বেদনায় নিঃশব্দে ভাসিয়ে যায় রাতের বালিশ।কিছু গল্প রহস্যের মায়াজালে আবদ্ধ করে প্রতিনিয়ত।কিছু গল্প স্বপ্নকে পাখি হয়ে উড়তে শেখায়।কিছু গল্প আবার নিকষ কালো রাত গুলোকে গা ছমছমে ভয়ংকর করে তোলে।
এমন কিছু বাস্তব জীবনের গল্পের সমারোহ জীবন নির্ভর গল্পের একগুচ্ছ সংকলন ‘স্মৃতির কয়েদি’। এটি তরুণ লেখক মিলন আবদুল্লাহর তৃতীয় বই। বইটি প্রকাশিত হবে চারু সাহিত্যাঙ্গন থেকে। প্রচ্ছদ করেছেন আবদুর রউফ মিঠু। এর আগে লেখক মিলন আবদুল্লাহর দুইটি বই প্রকাশিত হয়েছে। বই দুটোর নাম ‘শেষ চিঠির জাগরণ’ এবং ‘বেওয়ারিশ অনুভূতি’।
বইটি প্রকাশিত হবে অমর একুশে বইমেলায়। আজ থেকে ‘স্মৃতির কয়েদি’ বইয়ের প্রি-অর্ডার শুরু হলো। প্রি-অর্ডারে প্রথম ৫০ জনের জন্য থাকছে লেখকের অটোগ্রাফ, বিশেষ চিরকুট এবং সারপ্রাইজ গিফট।

Tag :

Please Share This Post in Your Social Media


আজ থেকে ‘স্মৃতির কয়েদি’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Update Time : ০৯:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

রেজা শাহীন:
কিছু গল্প রংহীন বেদনায় নিঃশব্দে ভাসিয়ে যায় রাতের বালিশ।কিছু গল্প রহস্যের মায়াজালে আবদ্ধ করে প্রতিনিয়ত।কিছু গল্প স্বপ্নকে পাখি হয়ে উড়তে শেখায়।কিছু গল্প আবার নিকষ কালো রাত গুলোকে গা ছমছমে ভয়ংকর করে তোলে।
এমন কিছু বাস্তব জীবনের গল্পের সমারোহ জীবন নির্ভর গল্পের একগুচ্ছ সংকলন ‘স্মৃতির কয়েদি’। এটি তরুণ লেখক মিলন আবদুল্লাহর তৃতীয় বই। বইটি প্রকাশিত হবে চারু সাহিত্যাঙ্গন থেকে। প্রচ্ছদ করেছেন আবদুর রউফ মিঠু। এর আগে লেখক মিলন আবদুল্লাহর দুইটি বই প্রকাশিত হয়েছে। বই দুটোর নাম ‘শেষ চিঠির জাগরণ’ এবং ‘বেওয়ারিশ অনুভূতি’।
বইটি প্রকাশিত হবে অমর একুশে বইমেলায়। আজ থেকে ‘স্মৃতির কয়েদি’ বইয়ের প্রি-অর্ডার শুরু হলো। প্রি-অর্ডারে প্রথম ৫০ জনের জন্য থাকছে লেখকের অটোগ্রাফ, বিশেষ চিরকুট এবং সারপ্রাইজ গিফট।