পূর্ণিমার ঢেউ

  • Update Time : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / 329

পূর্ণিমার ঢেউ
               আশিক অমি

উত্তাল সমুদ্রের বুকে মাতোয়ারা সেই নীল রঙা ঢেউ
আর বিক্ষুদ্ধ নগরীর বুকে দাঁড়িয়ে একা
সেই ছেলেটির আধ ঠোটা হাসি যদি খোঁজে কেউ
তবে জেনে নিও, প্রলয়ের বাধঁনে সংশপ্তক আহুতি।

আজও দেবার জন্য বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে
কালজয়ী রূপক গাঁথা বিরচিত নারীর জাগরণী
পূর্ণিমা ঢেউ, সেই পূর্ণিমারই ঢেউ, পূর্ণিমা ঢেউ।

উদাস বিকেলে উদাসী নগরে উদাসীন পথ যাত্রী
তিমির ছেড়ে আধার ফেলে সে যে আলোর পদপ্রার্থী
নগর শহর বন্দরে আহার ফেলে একা এক পাত্রী
সংশয়ে সংকটে সে কাটায় দিনের পর দিন রাত্রি।

ব্যস্ত নগরে সবুজ পল্লবে এযে সকল ঘোরের আহ্বান
মৃত্যু বানে প্রহর কাটে কান্ডারী আজ সময়ই প্রতিদান
প্রতিহত করে সেই সংঘাত ত্রাসের মায়াবী অবদান
দিনের শেষে আলোকিত হোক সেই নারীরই জয়গান
সেই নারীর জয়গান, নারীরই জয়গান।

ভোরের পর ভোর আসে আর ঢেউয়ের পর ঢেউ
উত্তাল সমুদ্রের বুকে দাঁড়িয়ে তাঁকে খুঁজে নিক কেউ
সে যে সেই পূর্ণিমারই ঢেউ,পূর্ণিমারই ঢেউ,পূর্ণিমার ঢেউ।

Tag :

Please Share This Post in Your Social Media


পূর্ণিমার ঢেউ

Update Time : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

পূর্ণিমার ঢেউ
               আশিক অমি

উত্তাল সমুদ্রের বুকে মাতোয়ারা সেই নীল রঙা ঢেউ
আর বিক্ষুদ্ধ নগরীর বুকে দাঁড়িয়ে একা
সেই ছেলেটির আধ ঠোটা হাসি যদি খোঁজে কেউ
তবে জেনে নিও, প্রলয়ের বাধঁনে সংশপ্তক আহুতি।

আজও দেবার জন্য বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে
কালজয়ী রূপক গাঁথা বিরচিত নারীর জাগরণী
পূর্ণিমা ঢেউ, সেই পূর্ণিমারই ঢেউ, পূর্ণিমা ঢেউ।

উদাস বিকেলে উদাসী নগরে উদাসীন পথ যাত্রী
তিমির ছেড়ে আধার ফেলে সে যে আলোর পদপ্রার্থী
নগর শহর বন্দরে আহার ফেলে একা এক পাত্রী
সংশয়ে সংকটে সে কাটায় দিনের পর দিন রাত্রি।

ব্যস্ত নগরে সবুজ পল্লবে এযে সকল ঘোরের আহ্বান
মৃত্যু বানে প্রহর কাটে কান্ডারী আজ সময়ই প্রতিদান
প্রতিহত করে সেই সংঘাত ত্রাসের মায়াবী অবদান
দিনের শেষে আলোকিত হোক সেই নারীরই জয়গান
সেই নারীর জয়গান, নারীরই জয়গান।

ভোরের পর ভোর আসে আর ঢেউয়ের পর ঢেউ
উত্তাল সমুদ্রের বুকে দাঁড়িয়ে তাঁকে খুঁজে নিক কেউ
সে যে সেই পূর্ণিমারই ঢেউ,পূর্ণিমারই ঢেউ,পূর্ণিমার ঢেউ।