সনজিত চন্দ্র দাসের কবিতা ”নিরর্থক জীবনের সুখ”
- Update Time : ০১:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / 334
নিরর্থক জীবনের সুখ
সনজিত চন্দ্র দাস
কাব্যে আমি নাব্য,নীতিতে প্রাচীন
যাই হই কখনো হতে চাইনা অর্বাচীন!
হইতো কখনো ইতিহাস হবো না
বয়ে যাবো নিরবধি,মানুষের সেবায় মৃত্যু অবধি!
মনের ইচ্ছায় কাজ করি নই কোন পক্ষে
নিজে গরীব,তাঁদের পাশে থাকি ন্যায়ের লক্ষে!
হক কথা কাউকে ছাড়িনা হোকনা কেন বাপ
অন্যায় কেউ করলে তাকে করতে পারিনা মাফ!
সত্যের সাথে আপোষ নাহি স্বত্তেও শত স্বার্থ
জীবনের কখনো সফলতা ভাবি না উপার্জন করা অর্থ!
নিরর্থ জীবনের মানে বুঝিনা,সবাইকে ভাবি আপন
তাঁদের মাঝেও কিছু মানুষ আবার কলিজায় ধরায় কাঁপন!
তবুও আশায় বাঁধি মুখ,খুঁজে বেড়াই সেবায় সুখ
বিলাসিতায় কখনো মগ্ন হইনা যতই বিষয় বাসনায় উন্মুখ!
Tag :
সনজিত চন্দ্র দাস