সনজিত চন্দ্র দাসের কবিতা `আত্মসম্মান’

  • Update Time : ১২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / 383

   আত্মসম্মান
সনজিত চন্দ্র দাস

আত্মসম্মান ইদানিং তো পেয়ে গেছে লোপ
তাইতো এখন মানুষগুলো খায় জুতার কোপ!

মানুষতো আর মানুষ নাই তারা এখন কি যে
সব করে কিন্তু কি করে,বুঝে না নিজে!

নিজকে বেঁচায় তারা সদাই থাকে ব্যস্ত
নিজের গালে জুতা মারায় তারা এখন সিদ্ধহস্ত!

বিবেকের কাছে তারা এখন সদাই থাকে ত্রস্ত
কারণ তাদের সবি আছে,নাই সম্মান ধরে রাখার অস্ত্র!

চামবাজিতে এখন মানুষ সব জীবের সেরা
খারাপ কাজে সম্মুখভাগে,করেনা নিজকে জেরা!

যাদের আদৌতে নাই কোন আত্মসম্মানের ছিটে
তাদের জীবন পর্যবসিত হল ওই নরকের কীটে!

Tag :

Please Share This Post in Your Social Media


সনজিত চন্দ্র দাসের কবিতা `আত্মসম্মান’

Update Time : ১২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

   আত্মসম্মান
সনজিত চন্দ্র দাস

আত্মসম্মান ইদানিং তো পেয়ে গেছে লোপ
তাইতো এখন মানুষগুলো খায় জুতার কোপ!

মানুষতো আর মানুষ নাই তারা এখন কি যে
সব করে কিন্তু কি করে,বুঝে না নিজে!

নিজকে বেঁচায় তারা সদাই থাকে ব্যস্ত
নিজের গালে জুতা মারায় তারা এখন সিদ্ধহস্ত!

বিবেকের কাছে তারা এখন সদাই থাকে ত্রস্ত
কারণ তাদের সবি আছে,নাই সম্মান ধরে রাখার অস্ত্র!

চামবাজিতে এখন মানুষ সব জীবের সেরা
খারাপ কাজে সম্মুখভাগে,করেনা নিজকে জেরা!

যাদের আদৌতে নাই কোন আত্মসম্মানের ছিটে
তাদের জীবন পর্যবসিত হল ওই নরকের কীটে!