ইট বোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ নিহত ২
- Update Time : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / 285
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে ইট বোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় ওই কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০) এবং কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২)। আহত ভ্যানচালকের নাম পাওয়া যায়
স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে বাগেরহাট শহর থেকে আসা ইট বোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই রেশমী বেগম নামের এক নারী নিহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। তবে ভ্যানচালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, আজ বুধবার সকালে ইট বোঝাই একটি ট্রলির ধাক্কায় দুই ভ্যান-যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।