ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে নিহত ২৯
- Update Time : ০১:০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / 177
আন্তর্জাতিক ডেস্ক:
ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৯ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। দেশটির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয় ও হোটেল রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য মতে, ভূকম্পটির উৎপত্তিস্থল সেন্ট লুই ডু সুদ শহর থেকে ১২ কিলোমিটার দূরে। এর ফলে দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী পোর্ট অব প্রিন্সের কম্পন অনুভূত হয় যা উৎপত্তিস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে। এছাড়া প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়।
অবশ্য ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) থেকে জানানো হয়, এই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা বিভাগ।