ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনও দ্রুত ঘনিয়ে আসছে। এ অবস্থায় গোটা মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি।
এদিন আরও পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে, মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী; পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী দানবে রাওসাহেব পাটিল।
আলোচিত নেতাদের মধ্যে আরও পদত্যাগ করেছেন রাসায়নিক ও সার মন্ত্রী সদানন্দ গৌড়া, থাওয়ারচাঁদ গহলৌত, রতনলাল কাটারিয়া, প্রতাপচন্দ্র ষড়ঙ্গী।
এদিকে, মোদির মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের চার নেতা। তারা হলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। এ চারজনই প্রতিমন্ত্রী হতে চলেছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।