ইসরায়েলি হামলায় গাজার জাবালিয়ায় নিহত ৩৩

  • Update Time : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / 8

আন্তর্জাতিক ডেস্ক

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা চলছেই। এমতাবস্থায় গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস হতাহতের এই তথ্য জানিয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া এসব হামলায় আরও ৮৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সম্প্রতি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ড যুদ্ধের অবসান নিয়ে কিছুটা আশা জাগানোর মধ্যেই শুক্রবার এমন হামলার ঘটনা ঘটল। এই হামলা নিয়ে ইসরায়েল এখনও মন্তব্য করেনি।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। ওই সময় তারা প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে এবং ১ হাজার ২০০ জনকে হত্যা করে।

হামাসের এই হামলার প্রতিশোধ নিতে ওইদিনই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। গত এক বছর ধরে চলা তাদের এসব নির্বিচার বর্বরতায় এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরায়েলি হামলায় গাজার জাবালিয়ায় নিহত ৩৩

Update Time : ১০:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা চলছেই। এমতাবস্থায় গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়ার বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিস হতাহতের এই তথ্য জানিয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া এসব হামলায় আরও ৮৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সম্প্রতি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ড যুদ্ধের অবসান নিয়ে কিছুটা আশা জাগানোর মধ্যেই শুক্রবার এমন হামলার ঘটনা ঘটল। এই হামলা নিয়ে ইসরায়েল এখনও মন্তব্য করেনি।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। ওই সময় তারা প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে এবং ১ হাজার ২০০ জনকে হত্যা করে।

হামাসের এই হামলার প্রতিশোধ নিতে ওইদিনই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। গত এক বছর ধরে চলা তাদের এসব নির্বিচার বর্বরতায় এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।