তিন সপ্তাহে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা

  • Update Time : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / 102

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বিপদে পড়েছে মার্কিনিরা। গত তিন সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা করা হয়েছে। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে বারবার মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে। গত ১৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেনাদের ওপর ৪৬ বার হামলা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সময়ে ২৪ বার ইরাকে ও ২২ বার সিরিয়ায় হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন ও রকেট উভয় ব্যবহার করা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, বারবার হামলার কারণে এ সময়ে ৫৬ সেনা আহত হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্যও নতুন করে হুমকি হয়ে উঠছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা যায়, তাদের হাতে রাশিয়ার তৈরি ৩০০ কিলোমিটার পাল্লার ইয়াখন্ট ক্ষেপণাস্ত্রসহ বেশকিছু জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ ইয়াখন্ট ক্ষেপণাস্ত্র যোগ হয়। তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। একটি সূত্র জানায়, ২০০৬ সাল থেকেই জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেলআবিবের একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সক্ষমতায় সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।

Tag :

Please Share This Post in Your Social Media


তিন সপ্তাহে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা

Update Time : ০২:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে বিপদে পড়েছে মার্কিনিরা। গত তিন সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা করা হয়েছে। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে বারবার মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে। গত ১৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেনাদের ওপর ৪৬ বার হামলা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, এ সময়ে ২৪ বার ইরাকে ও ২২ বার সিরিয়ায় হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন ও রকেট উভয় ব্যবহার করা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, বারবার হামলার কারণে এ সময়ে ৫৬ সেনা আহত হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্যও নতুন করে হুমকি হয়ে উঠছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা যায়, তাদের হাতে রাশিয়ার তৈরি ৩০০ কিলোমিটার পাল্লার ইয়াখন্ট ক্ষেপণাস্ত্রসহ বেশকিছু জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ ইয়াখন্ট ক্ষেপণাস্ত্র যোগ হয়। তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। একটি সূত্র জানায়, ২০০৬ সাল থেকেই জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেলআবিবের একটি যুদ্ধজাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সক্ষমতায় সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।