ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

  • Update Time : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / 96

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্রেমেনচুক তেল শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বিদ্যুৎ লাইনে ড্রোন হামলায় পোলতাভা অঞ্চলের তিনটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে সামরিক স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতভর রাশিয়ার ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের পোলতাভা অঞ্চলের সামরিক স্থাপনাগুলো। এসময় ১৮টি রুশ ড্রোন ধ্বংস দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ফিলিপ প্রোনিন বলেছেন, রাশিয়ার ড্রোন হামলায় ক্রেমেনচুক শোধনাগারে আগুনের সূত্রপাত ঘটে। এটিকে মস্কো বহুবার লক্ষ্যবস্তু করেছে। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বুধবার রাতভর রাশিয়ার ড্রোন হামলার কেন্দ্রবিন্দু ছিল পোলতাভা অঞ্চলের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কুরস্ত অঞ্চল ও দক্ষিণ রাশিয়ার অন্যান্য অঞ্চল থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছে।

ইরানের তৈরি মোট ২০টি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায়। এর মধ্যে ১৮টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন ধ্বংস করেছে। সামরিক অবকাঠামোতে আঘাত হানার লক্ষ্যে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেগুলো ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইউক্রেনের সামরিক বাহিনীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা আভদিভকায় রাশিয়ান একটি ফ্লেমথ্রোয়ার সিস্টেম ধ্বংস করছে। ভারী এই রকেট সিস্টেমটি কয়েক ডজন কিলোমিটার পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে জানিয়েছে ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে বলেছে, তারা ইউক্রেনীয় সেনা ও বাখমুতের দক্ষিণ গ্রামে সামরিক সরঞ্জামগুলোতে হামলা চালিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

Update Time : ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্রেমেনচুক তেল শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বিদ্যুৎ লাইনে ড্রোন হামলায় পোলতাভা অঞ্চলের তিনটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে সামরিক স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতভর রাশিয়ার ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের পোলতাভা অঞ্চলের সামরিক স্থাপনাগুলো। এসময় ১৮টি রুশ ড্রোন ধ্বংস দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ফিলিপ প্রোনিন বলেছেন, রাশিয়ার ড্রোন হামলায় ক্রেমেনচুক শোধনাগারে আগুনের সূত্রপাত ঘটে। এটিকে মস্কো বহুবার লক্ষ্যবস্তু করেছে। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বুধবার রাতভর রাশিয়ার ড্রোন হামলার কেন্দ্রবিন্দু ছিল পোলতাভা অঞ্চলের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কুরস্ত অঞ্চল ও দক্ষিণ রাশিয়ার অন্যান্য অঞ্চল থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছে।

ইরানের তৈরি মোট ২০টি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায়। এর মধ্যে ১৮টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন ধ্বংস করেছে। সামরিক অবকাঠামোতে আঘাত হানার লক্ষ্যে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেগুলো ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইউক্রেনের সামরিক বাহিনীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা আভদিভকায় রাশিয়ান একটি ফ্লেমথ্রোয়ার সিস্টেম ধ্বংস করছে। ভারী এই রকেট সিস্টেমটি কয়েক ডজন কিলোমিটার পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে জানিয়েছে ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে বলেছে, তারা ইউক্রেনীয় সেনা ও বাখমুতের দক্ষিণ গ্রামে সামরিক সরঞ্জামগুলোতে হামলা চালিয়েছে।