তেল সংকটে সৌদি-ভেনেজুয়েলার দিকে নজর যুক্তরাষ্ট্রের

  • Update Time : ০৫:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 144

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী জ্বলানী তেলের সংকট দেখা দিয়েছে। সে সংকটের কবলে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটি আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করার জন্য সৌদি আরবকে অনুরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেদেশে একটি সফরের পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, বসন্তে এই সফরটি হতে পারে। রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বে তৈরি হওয়া জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। খবর বিবিসির

তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, এরকম কোন সফরের পরিকল্পনা এখনো হয়নি। এখন অনেক বিষয়েই অপরিপক্ক জল্পনা-কল্পনা করা হচ্ছে।

ভেনেজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি তেলের ১০ শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন যে, রাশিয়ার তেলের বিকল্প হতে পারে ভেনেজুয়েলার তেল।

Tag :

Please Share This Post in Your Social Media


তেল সংকটে সৌদি-ভেনেজুয়েলার দিকে নজর যুক্তরাষ্ট্রের

Update Time : ০৫:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী জ্বলানী তেলের সংকট দেখা দিয়েছে। সে সংকটের কবলে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটি আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করার জন্য সৌদি আরবকে অনুরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেদেশে একটি সফরের পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, বসন্তে এই সফরটি হতে পারে। রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বে তৈরি হওয়া জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। খবর বিবিসির

তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, এরকম কোন সফরের পরিকল্পনা এখনো হয়নি। এখন অনেক বিষয়েই অপরিপক্ক জল্পনা-কল্পনা করা হচ্ছে।

ভেনেজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি তেলের ১০ শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন যে, রাশিয়ার তেলের বিকল্প হতে পারে ভেনেজুয়েলার তেল।