কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী: ইউক্রেন

  • Update Time : ১১:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 156

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, মস্কোর বাহিনী শহরটিতে পূর্ণ সামরিক হামলা চালাতে রসদ যোগাড় করছে।

তিনি আরও বলেন, ট্যাংক এবং মোটরচালিত পদাতিক বাহিনীগুলো নিকটবর্তী শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে।

তাদের কাছে সবশেষ তথ্য অনুযায়ী, রুশ কমান্ডাররা চেরনোবিল বর্জন অঞ্চলের মধ্যে দিয়ে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ করছে।

অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মাইকোলাইভ ঘেরাও-এ আরও শক্তি প্রয়োগ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন ধরে ওই এলাকাগুলোতে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে রুশ বাহিনী হাসপাতাল, নার্সারি এবং স্কুলসহ ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। তিনি দাবি করেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর ‘প্রবল প্রতিরোধের’ মুখে পড়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপক অভিযান’ চালাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী: ইউক্রেন

Update Time : ১১:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, মস্কোর বাহিনী শহরটিতে পূর্ণ সামরিক হামলা চালাতে রসদ যোগাড় করছে।

তিনি আরও বলেন, ট্যাংক এবং মোটরচালিত পদাতিক বাহিনীগুলো নিকটবর্তী শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে।

তাদের কাছে সবশেষ তথ্য অনুযায়ী, রুশ কমান্ডাররা চেরনোবিল বর্জন অঞ্চলের মধ্যে দিয়ে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ করছে।

অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মাইকোলাইভ ঘেরাও-এ আরও শক্তি প্রয়োগ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন ধরে ওই এলাকাগুলোতে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে রুশ বাহিনী হাসপাতাল, নার্সারি এবং স্কুলসহ ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। তিনি দাবি করেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর ‘প্রবল প্রতিরোধের’ মুখে পড়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপক অভিযান’ চালাচ্ছে।