জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

  • Update Time : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 140

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডাকা হয়েছে এক জরুরি বৈঠক। ইরানের অনুরোধে ডাকা এই বৈঠককে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

আলজাজিরার খবরে বলা হয়, জাতিসংঘে দেওয়া এক চিঠিতে ইরান জানায়— সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের “ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ” রয়েছে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে শুধু ইসরায়েলকে সামরিক সহায়তা দানের অভিযোগ নয়, বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনায় যুক্ত থাকারও অভিযোগ তোলা হয়েছে।

এমন অবস্থায় ইরান বলছে, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক রূপ নিয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তাই বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন।

এদিকে, চলমান সংকট নিরসনে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া এই সংঘাত নিরসনে প্রস্তুত রয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনা সৃষ্টির জন্য কাজ করতে চায়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ জানায়, ফোনালাপে দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে কোনো একপক্ষের উসকানি বা ভুল সিদ্ধান্ত বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই এখন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণই একমাত্র কার্যকর ও নিরাপদ পথ।

Please Share This Post in Your Social Media


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

Update Time : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডাকা হয়েছে এক জরুরি বৈঠক। ইরানের অনুরোধে ডাকা এই বৈঠককে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

আলজাজিরার খবরে বলা হয়, জাতিসংঘে দেওয়া এক চিঠিতে ইরান জানায়— সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের “ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ” রয়েছে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে শুধু ইসরায়েলকে সামরিক সহায়তা দানের অভিযোগ নয়, বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনায় যুক্ত থাকারও অভিযোগ তোলা হয়েছে।

এমন অবস্থায় ইরান বলছে, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক রূপ নিয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তাই বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন।

এদিকে, চলমান সংকট নিরসনে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া এই সংঘাত নিরসনে প্রস্তুত রয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনা সৃষ্টির জন্য কাজ করতে চায়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ জানায়, ফোনালাপে দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে কোনো একপক্ষের উসকানি বা ভুল সিদ্ধান্ত বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই এখন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণই একমাত্র কার্যকর ও নিরাপদ পথ।