আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

  • Update Time : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 61

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আঁতোয়ান গ্রিজমান। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন ২০২২ বিশ্বকাপের ফাইনালেও।

অবসরের প্রসঙ্গে আজ ফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি।’

ফ্রান্সের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ারে ১৩৭ ম্যাচ খেলে ৪৪ গোল করেছেন গ্রিজমান। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয় এই তারকা ফরোয়ার্ডের। ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে শুরু করেন পেশাদারি ক্যারিয়ার। খেলেছেন লা লিগার অন্য দুই ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাতেও।

গতরাতে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে মাদ্রিদ ডার্বি খেলতে নেমে একটি মাইলফলকও স্পর্শ করেন গ্রিজমান। লা লিগায় ৫০০তম ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী তারকা। তার মধ্যে সোসিয়েদাদের হয়ে ১৪১, বার্সেলোনার হয়ে ৪১ ও আতলেতিকোর হয়ে দুই মেয়াদে খেললেন ২৮৫ ম্যাচ।

রণক্ষেত্র হয়ে পড়া মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো। যোগ করা পঞ্চম মিনিটে দিয়েগো সিমিওনের দল হার এড়ায় বদলি নামা আনহেল কোরেয়ার গোলে।

Tag :

Please Share This Post in Your Social Media


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজমান

Update Time : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আঁতোয়ান গ্রিজমান। ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন ২০২২ বিশ্বকাপের ফাইনালেও।

অবসরের প্রসঙ্গে আজ ফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি।’

ফ্রান্সের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ারে ১৩৭ ম্যাচ খেলে ৪৪ গোল করেছেন গ্রিজমান। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয় এই তারকা ফরোয়ার্ডের। ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে শুরু করেন পেশাদারি ক্যারিয়ার। খেলেছেন লা লিগার অন্য দুই ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনাতেও।

গতরাতে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে মাদ্রিদ ডার্বি খেলতে নেমে একটি মাইলফলকও স্পর্শ করেন গ্রিজমান। লা লিগায় ৫০০তম ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী তারকা। তার মধ্যে সোসিয়েদাদের হয়ে ১৪১, বার্সেলোনার হয়ে ৪১ ও আতলেতিকোর হয়ে দুই মেয়াদে খেললেন ২৮৫ ম্যাচ।

রণক্ষেত্র হয়ে পড়া মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো। যোগ করা পঞ্চম মিনিটে দিয়েগো সিমিওনের দল হার এড়ায় বদলি নামা আনহেল কোরেয়ার গোলে।