স্যানিটাইজার ব্যবহারে সতর্কতা

  • Update Time : ১১:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / 242
আমরা জানি করোনা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণের অন্যতম প্রধান একটি মাধ্যম হচ্ছে হাত। তাই বিশেষজ্ঞরা সবসময় দুই হাত পরষ্কিার ও জীবানুমুক্ত রাখার পরার্মশ দিয়ে থাকেন। হাত জীবানু মুক্ত রাখার জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া খুবই ভালো ও কার্যকরী একটি প্রন্থা। তবে সবসময় সব পরিবেশে তা সম্ভবপর হয়ে উঠে না।
.
এরই বিকল্প হিসেবে আমরা অনেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে থাকি। কারণ সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার চেয়ে স্যানিটাইজার দ্বারা হাত বিশুদ্ধ রাখা বেশি সহজ। তবে হ্যান্ড স্যানিটাইজার প্রাথমিকভাবে অনেক বেশি উপকারী মনে হলেও এর রয়েছে নানান পার্শ্বপ্রতক্রিয়া তাই আমাদেরকে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার মানব শরীরের জন্য কিছু ক্ষতিকর প্রভাব আলোকপাত করা হলো। স্যানিটাইজার বর্তমান দাম জেনে নিতে পারবেন বিডিস্টিল.কম থকে।
.
 উপকারী ব্যাকটেরিয়ার ঘাটতি :
.
আমাদের হাতে স্যানেটাইজার ব্যবহার করার ফলে এটি হাতে থাকা সকল প্রকার ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধংস করে ফলে শুধু ক্ষতিকর গুলোই নয় এটি তার সাথে আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া গুলোও ধংস করে ফলে এতে করে মানব দেহের বিভিন্ন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়া ঘাটতি পরে এবং সেই প্রক্রিয়াটি ব্যাহত হয়। তাই হাত জীবানুমুক্ত করার অন্য কোন উপায় একান্তই না পেলে তখনই শুধু স্যানিটাইজার ব্যবহার করুন।
.
 ত্বকের সমস্যা :
.
স্যানিটাইজারে থাকা অ্যালকোহল মানব দেহের ত্বকের ক্ষতি করার জন্য দায়ী। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে স্যানিটাইজার ব্যবহারের পর হাত ও ত্বক শুষ্ক হয়ে যায়। আর এই সমস্যা থকে বাচার জন্য নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
.
শারীরিক বিকাশে ব্যাঘাত ঘটায় :
.
স্যানিটাইজারে থাকা বেশিরভাগ উপাদানই বিষাক্ত যা মানব দেহের জন্য ক্ষতিকর প্রভাব ফলে।এই বিষাক্ত ক্যামিক্যাল মানুষের শারীরিক বকিাশ ও প্রজননে নেতিবাচক প্রভাব ফেলে যা পরবর্তীতে হরমোন র্কাযক্রম, উর্বরতা ও প্রজননকে প্রভাবিট করতে পারে।
.
বিষক্রিয়ার ঝুকি রয়েছে :
.
স্যানিটাইজারে থাকা ৬০ ভাগ অ্যালকোহল যা হাতে লাগিয়ে শুকানোর আগে যদি মুখে বা ঠোটে স্পর্শ করা হয় তাহলে সেখানে বিষক্রিয়ার মত ঝুকি রয়েছে। তবে সবচেয়ে ঝুকিপুর্ন যদি কেউ স্যানিটাইজার খেয়ে ফেলে। সর্বপরি স্যানিটাইজার মানুষের উপকারের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে তবে কোন কিছুরই অতিরিক্ত ভালো নয়। যে সকল স্থানে আপনার হাত জীবানুমুক্ত করার জন্য অন্যান্য উপায় উপস্থিতি সে সকল পরিবেশে স্যানিটাইজার ব্যবহার না করাই উত্তম।

Please Share This Post in Your Social Media


স্যানিটাইজার ব্যবহারে সতর্কতা

Update Time : ১১:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
আমরা জানি করোনা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণের অন্যতম প্রধান একটি মাধ্যম হচ্ছে হাত। তাই বিশেষজ্ঞরা সবসময় দুই হাত পরষ্কিার ও জীবানুমুক্ত রাখার পরার্মশ দিয়ে থাকেন। হাত জীবানু মুক্ত রাখার জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া খুবই ভালো ও কার্যকরী একটি প্রন্থা। তবে সবসময় সব পরিবেশে তা সম্ভবপর হয়ে উঠে না।
.
এরই বিকল্প হিসেবে আমরা অনেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে থাকি। কারণ সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার চেয়ে স্যানিটাইজার দ্বারা হাত বিশুদ্ধ রাখা বেশি সহজ। তবে হ্যান্ড স্যানিটাইজার প্রাথমিকভাবে অনেক বেশি উপকারী মনে হলেও এর রয়েছে নানান পার্শ্বপ্রতক্রিয়া তাই আমাদেরকে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার মানব শরীরের জন্য কিছু ক্ষতিকর প্রভাব আলোকপাত করা হলো। স্যানিটাইজার বর্তমান দাম জেনে নিতে পারবেন বিডিস্টিল.কম থকে।
.
 উপকারী ব্যাকটেরিয়ার ঘাটতি :
.
আমাদের হাতে স্যানেটাইজার ব্যবহার করার ফলে এটি হাতে থাকা সকল প্রকার ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধংস করে ফলে শুধু ক্ষতিকর গুলোই নয় এটি তার সাথে আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া গুলোও ধংস করে ফলে এতে করে মানব দেহের বিভিন্ন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যাকটেরিয়া ঘাটতি পরে এবং সেই প্রক্রিয়াটি ব্যাহত হয়। তাই হাত জীবানুমুক্ত করার অন্য কোন উপায় একান্তই না পেলে তখনই শুধু স্যানিটাইজার ব্যবহার করুন।
.
 ত্বকের সমস্যা :
.
স্যানিটাইজারে থাকা অ্যালকোহল মানব দেহের ত্বকের ক্ষতি করার জন্য দায়ী। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে স্যানিটাইজার ব্যবহারের পর হাত ও ত্বক শুষ্ক হয়ে যায়। আর এই সমস্যা থকে বাচার জন্য নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
.
শারীরিক বিকাশে ব্যাঘাত ঘটায় :
.
স্যানিটাইজারে থাকা বেশিরভাগ উপাদানই বিষাক্ত যা মানব দেহের জন্য ক্ষতিকর প্রভাব ফলে।এই বিষাক্ত ক্যামিক্যাল মানুষের শারীরিক বকিাশ ও প্রজননে নেতিবাচক প্রভাব ফেলে যা পরবর্তীতে হরমোন র্কাযক্রম, উর্বরতা ও প্রজননকে প্রভাবিট করতে পারে।
.
বিষক্রিয়ার ঝুকি রয়েছে :
.
স্যানিটাইজারে থাকা ৬০ ভাগ অ্যালকোহল যা হাতে লাগিয়ে শুকানোর আগে যদি মুখে বা ঠোটে স্পর্শ করা হয় তাহলে সেখানে বিষক্রিয়ার মত ঝুকি রয়েছে। তবে সবচেয়ে ঝুকিপুর্ন যদি কেউ স্যানিটাইজার খেয়ে ফেলে। সর্বপরি স্যানিটাইজার মানুষের উপকারের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে তবে কোন কিছুরই অতিরিক্ত ভালো নয়। যে সকল স্থানে আপনার হাত জীবানুমুক্ত করার জন্য অন্যান্য উপায় উপস্থিতি সে সকল পরিবেশে স্যানিটাইজার ব্যবহার না করাই উত্তম।