‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মুক্তি জানুয়ারিতে
- Update Time : ০৯:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / 223
বিনোদন প্রতিবেদক:
চলতি বছরে মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া,তাসকিনসহ একঝাঁক তারকা এতে অভিনয় করেছেন।
ছবিটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ছবিটি আমরা সিনেমা হলে মুক্তি দিতে চাই। এরজন্য সময় নিয়েছি। দেশের করোনা পরিস্থিতির কারণে হল বন্ধ থাকা এবং এ সময়ে দর্শক আসবে কিনা; সবকিছু নিয়ে সন্দিহান ছিলাম। তারপর আমাদের পরিকল্পনা ছিলো যদি স্কুল-কলেজগুলো খুলে দেয় তাহলে হয়তো আমরা ভালো সংখ্যক একটা দর্শক পেতে পারি। এখন স্কুল কলেজ সব খুলে দিয়েছে, সিনেমা হলও খুলে দিয়েছে। আশা করছি সবকিছু যদি অনুকূলে থাকে তবে আসছে জানুয়ারিতে মুক্তি দেবো।’
সুন্দরবনকে কীভাবে দস্যুদের হাত থেকে মুক্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তারই গল্প উঠে আসবে এ সিনেমায়।
এ সিনেমায় র্যাবের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, তাসকিন রহমান। আরও আছেন নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিক, কলকাতার দর্শনাসহ দেশের একঝাঁক তারকা।
এর আগে প্রকাশ পেয়েছিলো ছবিটির টিজার। টিজারে দস্যুদের ভয়ঙ্কর কর্মকান্ড দমনে র্যাব সদস্যদের রোমাঞ্চকর অভিযানের কয়েক ঝলক বাড়িয়ে দিয়েছে সিনেমাটি দেখার তৃষ্ণা।