মিজান মালিকের কথায় আসছে রাব্বীর ‘বাহান্ন বাজার’

  • Update Time : ০৪:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / 195

নিজস্ব প্রতিবেদক:

তরুণ শিল্পী কামরুজ্জামান রাব্বী ‘বাহান্ন বাজার’ শিরোনামে দেহতত্ত্ব ও জীবনতত্ত্ব ধারার নতুন গানে কণ্ঠ দিয়েছেন। খালেদ মুন্নার সুরে গানটির কথা লিখেছেন লেখক ও গীতিকবি মিজান মালিক। গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ আর মিউজিক ভিডিও নির্মাণ করছেন আল মাসুদ।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়েসহ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওর শুট করা হয়েছে।

গানটির বিষয়ে গীতিকার মিজান মালিক বলেন, ‘মানুষের যাত্রা শুরু এবং শেষের মাঝখানের যে অংশটুকু, তার নাম জীবন। এ যেন এক স্টেশন থেকে উঠে আরেক স্টেশনে নামা পর্যন্ত কিছু সময়ের যাত্রী। যাত্রীদের এই তালিকায় আমাদের পূর্বপুরুষেরাও ছিলেন এবং বেলা শেষে আমাদের সবার ঠিকানা একই জায়গায়। এই বিষয়বস্তুকে উপজীব্য করে আমি গানটি লিখেছি। এটি ভাবনার গান। আশা করি, সবার ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, ‘দেহতত্ত্ব ও জীবনতত্ত্বকে ধারণ করে লেখা গানটি সবার হৃদয়মাঝে বেঁচে থাকবে বলে আমি মনে করি।’

গানের সুরকার খালেদ মুন্না বলেন, ‘বর্তমানে সুফি ঘরানার গানে যে শূন্যতা রয়েছে, আমি মনে করি সেটি মিজান মালিক ভাই পূরণ করার চেষ্টা করছেন।’

Please Share This Post in Your Social Media


মিজান মালিকের কথায় আসছে রাব্বীর ‘বাহান্ন বাজার’

Update Time : ০৪:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:

তরুণ শিল্পী কামরুজ্জামান রাব্বী ‘বাহান্ন বাজার’ শিরোনামে দেহতত্ত্ব ও জীবনতত্ত্ব ধারার নতুন গানে কণ্ঠ দিয়েছেন। খালেদ মুন্নার সুরে গানটির কথা লিখেছেন লেখক ও গীতিকবি মিজান মালিক। গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ আর মিউজিক ভিডিও নির্মাণ করছেন আল মাসুদ।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়েসহ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওর শুট করা হয়েছে।

গানটির বিষয়ে গীতিকার মিজান মালিক বলেন, ‘মানুষের যাত্রা শুরু এবং শেষের মাঝখানের যে অংশটুকু, তার নাম জীবন। এ যেন এক স্টেশন থেকে উঠে আরেক স্টেশনে নামা পর্যন্ত কিছু সময়ের যাত্রী। যাত্রীদের এই তালিকায় আমাদের পূর্বপুরুষেরাও ছিলেন এবং বেলা শেষে আমাদের সবার ঠিকানা একই জায়গায়। এই বিষয়বস্তুকে উপজীব্য করে আমি গানটি লিখেছি। এটি ভাবনার গান। আশা করি, সবার ভালো লাগবে।’

কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, ‘দেহতত্ত্ব ও জীবনতত্ত্বকে ধারণ করে লেখা গানটি সবার হৃদয়মাঝে বেঁচে থাকবে বলে আমি মনে করি।’

গানের সুরকার খালেদ মুন্না বলেন, ‘বর্তমানে সুফি ঘরানার গানে যে শূন্যতা রয়েছে, আমি মনে করি সেটি মিজান মালিক ভাই পূরণ করার চেষ্টা করছেন।’