সহকর্মীদের ‘পাগল’ বললেন সিদ্দিকুর
- Update Time : ১২:২৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / 177
বিনোদন ডেস্কঃ
কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় প্রতিবাদ সরব হয়েছেন বিনোদন দুনিয়ার তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে টিপ পরা ছবি প্রকাশ করে ক্যাপশনে নানা প্রতিবাদী বাক্য লিখে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান।
তবে এই প্রতিবাদে শামিল হলেন না সিদ্দিকুর রহমান। বরং তিনি তার সহকর্মীদের ‘পাগল’ বলে তিরস্কার করলেন। ফেসবুকে এ অভিনেতা লিখেছেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?
তিনি আরো লেখেন, আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।
এর আগে ধর্মের টানে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। অভিনয় ছাড়ার কারণ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, অভিনয়কে এক সময় আমি পেশা হিসেবে নিয়েছিলাম। কিন্তু এখন আমার কাছে পেশাটা নিরাপদ মনে হচ্ছে না। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার বাবা একজন হাজী ছিলেন। চারবার চিল্লা করেছেন। হজ করেছেন। বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন, যদি সম্ভব হয় মিডিয়া যেন ছেড়ে দেই। বাবার কথাটা রাখার জন্যই মূলত সিদ্ধান্তটা নেওয়া। বাবাকে আমি অনেক ভালোবাসি। তার জন্য আমি সব করতে পারি। তাই এই জগতে আর থাকতে চাই না।