এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে অংশুমান রায় নন্দী
- Update Time : ০৩:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / 512
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে অংশুমান রায় নন্দী।
মেধাবি ছাত্র অংশুমান রায় নন্দী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী এবং মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মনি দীপা রানী রায় চৌধুরীর ছেলে।
অংশু ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষা জে.এস.সিতে জিপিএ-৫সহ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। একইভাবে পি.এস.সিতেও জিপিএ-৫ পেয়ে কৃতীত্বের সাক্ষর রাখে।
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অংশুমান রায় নন্দীর মা-বাবা সকলের কাছে দোয়া কামনা করেন।
সোমবার(২৮ নভেম্বর) এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বেলা ১২ টার দিকে ফল ঘোষণা করেন।
নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।
বোর্ডগুলোর পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৯০, ময়মনসিংহ বোর্ডে ৮৬.৭, বরিশাল বোর্ডে ৮৯.৬১, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, যশোর বোর্ডে ৯৫.৩, রাজশাহী বোর্ডে ৮৫.৮৭, সিলেট বোর্ডে ৭৮.৮২, মাদ্রাসা বোর্ডে ৮২.২২ এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৭ শতাংশ।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।