কর্মসংস্থান ব্যাংকে “Green Finance and Sustainable Development” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

- Update Time : ১০:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 59
নিজস্ব প্রতিবেদক:
কর্মসংস্থান ব্যাংক, ঋণ ও অগ্রিম বিভাগ কর্তৃক আয়োজিত “Green Finance and Sustainable Development” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, ও মো: শফিকুল ইসলাম মিঞা।
ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্যাল রিসার্চ এন্ড ট্রেনিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএইচবিএফসি-র প্রিন্সিপাল অফিসার নাঈম শাহরিয়ার অতিথি বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন।
প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: মশিউর রহমান কর্মশালা সঞ্চালনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ ও পরিবেশে কার্বনের ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যেমন সাগরপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি, ঝড়-জলোচ্ছাস ইত্যাদি মোকাবেলায় গ্রিন ব্যাংকিংয়ের পরামর্শ প্রদান করেন।
তিনি আরও বলেন, বেকার যুবদের দেশ গঠনে ভূমিকা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করার পাশপাশি শাখা ব্যবস্থাপকদের গ্রিন প্রজেক্টে অর্থায়নের বিষয়ে সচেষ্ট হওয়ার আহবান জানান।
ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে, ভবিষ্যতে জলবায়ুর নেতিবাচক প্রভাবের লাগাম টেনে ধরার জন্য গ্রিন ব্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। সরকারের পাশাপাশি কর্মসংস্থান ব্যাংককেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, চলতি বছর টেকসই উন্নয়নের বছর যেখানে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। তাই টেকসই উন্নয়নের বছরে গ্রিন ব্যাংকিংয়ের সম্পর্ক ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে।
এসময় তিনি পরিবেশ বান্ধব প্রকল্পে কর্মসংস্থান ব্যাংকের অর্থায়নের বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, প্রধান কার্যালয়ের সকল নির্বাহী এবং ঋণ ও অগ্রিম এবং আইন, গবেষণা ও মূল্যায়ন বিভাগের সকল কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।