তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান

  • Update Time : ১২:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / 18

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জ, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্যাসের অবৈধ সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে ৫টি শিল্প, ৩টি ক্যাপটিভ এবং ৭২৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কেরানীগঞ্জ, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিল। তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১০৪টি শিল্প, ৬১টি বাণিজ্যিক এবং ৭ হাজার ৯৮৮টি আবাসিক গ্যাস সংযোগসহ মোট ৮ হাজার ১৫৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এতে প্রতিদিন প্রায় ৫৮ লাখ ৪৯ হাজার ৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া অভিযানে ৪৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান

Update Time : ১২:২৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জ, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্যাসের অবৈধ সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে ৫টি শিল্প, ৩টি ক্যাপটিভ এবং ৭২৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কেরানীগঞ্জ, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাটসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিল। তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১০৪টি শিল্প, ৬১টি বাণিজ্যিক এবং ৭ হাজার ৯৮৮টি আবাসিক গ্যাস সংযোগসহ মোট ৮ হাজার ১৫৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এতে প্রতিদিন প্রায় ৫৮ লাখ ৪৯ হাজার ৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া অভিযানে ৪৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।