নগদ লভ্যাংশ পেয়েছে ১৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- Update Time : ০৪:০২:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / 60
বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীরা ১৩ প্রতিষ্ঠানের ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে। প্রতিষ্ঠানগুলো বিএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করেছে বলে ডিএসই’র মাধ্যমে জানিয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ অটোকারস, মেঘনা পেট্রোলিয়াম, লাভেলো আইস-ক্রিম, সি পার্ল বিচ রিসোর্ট, ওয়াটা কেমিক্যালস, জেএমআই হসপিটাল, শাশা ডেনিমস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড, পেপার প্রসেসিং এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল আনোয়ার গ্যালভানাইজিং ১০ শতাংশ ক্যাশ, বাংলাদেশ অটোকারস ২ শতাংশ ক্যাশ, মেঘনা পেট্রোলিয়াম ১৬০ শতাংশ ক্যাশ, লাভেলো আইসক্রিম ১০ শতাংশ ক্যাশ, সি পার্ল বিচ রিসোর্ট ১৭ শতাংশ ক্যাশ, ওয়াটা কেমিক্যালস ১৫ শতাংশ ক্যাশ, জেএমআই হসপিটাল ৫ শতাংশ ক্যাশ, শাশা ডেনিমস ১০ শতাংশ ক্যাশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ ২ শতাংশ ক্যাশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১০ শতাংশ ক্যাশ, এস আলম কোল্ড রোল্ড ৫ শতাংশ ক্যাশ, পেপার প্রসেসিং ১২ শতাংশ ও ৮ শতাংশ বোনাস এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ শতাংশ।