দরবৃদ্ধির শীর্ষে বিবিএস
- Update Time : ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / 74
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এদিন বিবিএসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস এস স্টিল, ডোমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন হারভেস্ট এগ্রো, গোল্ডেন সন, আরামিট এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।