দরবৃদ্ধির তালিকায় ‘বি’ ক্যাটাগরির আধিপত্য
- Update Time : ০৬:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / 60
বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৪০১ কোম্পানির মধ্যে ৫৯টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কয়েক বছর লভ্যাংশ না দেওয়া ‘বি’ ক্যাটাগরির সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ‘বি’ ক্যাটাগরির আধিপত্য রয়েছে ৬০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্সের ২৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ০২ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা জিকিউ বলপেনের ২৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর ৩৫ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হওয়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে গোল্ডেন সন লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ১৩ দশমিক ১৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১০ দশমিক ০৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭ দশমিক ৬৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৭৮ শতাংশ, বিকন ফার্মার ৫ দশমিক ২৫ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৫ দশমিক ০৭ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।