নতুন বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

  • Update Time : ০৩:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / 170

নিজস্ব প্রতিবেদক:

নতুন বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সাড়ে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নতুন বছরের শুরু থেকেই টানা পতনে লেনদেন হচ্ছিল। এই খড়া থেকে অনেকটা বেরিয়ে এসেছে পুঁজিবাজার। ৪৬২ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার হাতবদল হওয়ার মাধ্যমে সূচকেও ফিরেছে উত্থান। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার। প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৫.২৭ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৮০ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৭.২৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৭.৫৮ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির বা ১৯.৬৪ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৮.৫৭ শতাংশের এবং ১৭৪টির বা ৫১.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৩৮ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩১.১৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ৩৭টির আর ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


নতুন বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

Update Time : ০৩:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

নতুন বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সাড়ে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নতুন বছরের শুরু থেকেই টানা পতনে লেনদেন হচ্ছিল। এই খড়া থেকে অনেকটা বেরিয়ে এসেছে পুঁজিবাজার। ৪৬২ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার হাতবদল হওয়ার মাধ্যমে সূচকেও ফিরেছে উত্থান। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার। প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৫.২৭ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৮০ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৭.২৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯৭.৫৮ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির বা ১৯.৬৪ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৮.৫৭ শতাংশের এবং ১৭৪টির বা ৫১.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৩৮ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩১.১৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ৩৭টির আর ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।