জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

  • Update Time : ০১:২৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 199

সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জ‌কিগঞ্জ সড়কের বারহাল এলাকার পশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩) ও একই ইউনিয়নের ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা সাত জনকে উদ্ধার করে। এর মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

পরে সিলেট নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

ওসি আবুল কাসেম বলেন, দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। লাশ ও গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media


জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

Update Time : ০১:২৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জ‌কিগঞ্জ সড়কের বারহাল এলাকার পশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩) ও একই ইউনিয়নের ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা সাত জনকে উদ্ধার করে। এর মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

পরে সিলেট নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।

ওসি আবুল কাসেম বলেন, দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। লাশ ও গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।