ই-হক কোচিং খোলা রাখায় ৫০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / 246
সোহাইবুল ইসলাম সোহাগ।।
সরকারী নির্দেশনা অমান্য করে কুমিল্লা শহড়ের বাদুরতলা এলাকায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে পাঠদান কর্মসূচী অব্যাহত রাখায় “ই-হক কোচিং” কে ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে।
শনিবার (২৬ জুন) দুপুরে ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সুজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সুজন বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে ই হক নামের একটি কোচিং খোলা রেখে ছাত্র-ছাত্রী জমায়েত করে স্বাস্থ্যবিধি লংঘন করায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড ও সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখা সহ আমিনুল সহ ৩জন শিক্ষক মুচলেকা গ্রহণ করেন।
কোচিং পরিচালা কর্তৃপক্ষদের মধ্যে নাহার মুন্নি ও আব্দুল খালেক তাদের পরিচয় প্রথমে গোপন রাখলেও পরবর্তীকালে তারা পরিচালনার কথা স্বীকার করেন।তবে শহরের যেগুলো কোচিং সেন্টার গোপনে এখনো পরিচালনা করে আসছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে এমন হুশিয়ারি জানান তিনি।
এ বিষয়ে কোচিং পরিচালক আনোয়ার হোসেন বলেন,ই-হক কোচিং কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।আমাদের ভুল হয়েছে এবং কার্যক্রম বন্ধ রাখবো। আগামীতে এধরনের ভুল হবে না এমন আশাবাদ ব্যাক্ত করেন তিনি।