ময়মনসিংহে ট্রাকচাপায় সওজ প্রকৌশলীর মৃত্যু

  • Update Time : ০১:০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / 189

 

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

ময়ময়সিংহে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের রাসেল মৃধা নামে এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

ময়ময়সিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম রাসেল মৃধা। তার বাড়ি বরিশালের পটুয়াখালিতে।

তিনি নেত্রকোণা সড়ক ও জনপদের বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান জানান, রাসেল আজ সকালে অফিসের কাজে নেত্রকোণা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন।

এ সময় নেত্রকোণাগামী ইটবোঝাই একটি ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

নিহতের অফিসে খবর দেয়া হয়েছে, তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media


ময়মনসিংহে ট্রাকচাপায় সওজ প্রকৌশলীর মৃত্যু

Update Time : ০১:০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১

 

ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

ময়ময়সিংহে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের রাসেল মৃধা নামে এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

ময়ময়সিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম রাসেল মৃধা। তার বাড়ি বরিশালের পটুয়াখালিতে।

তিনি নেত্রকোণা সড়ক ও জনপদের বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান জানান, রাসেল আজ সকালে অফিসের কাজে নেত্রকোণা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন।

এ সময় নেত্রকোণাগামী ইটবোঝাই একটি ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

নিহতের অফিসে খবর দেয়া হয়েছে, তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।