ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরণ
- Update Time : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / 209
রোকন সরকার, কুড়িগ্রাম :
“বঙ্গবন্ধুর সোনার দেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ” খাদ্য অধিদপ্তরের এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও স্বাধিনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে এসব পারিবারিক সাইলো বিতরণ করা হয়।
এতে দূর্যোগকালীন সময়ে প্রায় ৭০ কেজি খাদ্য ও বীজ সংরক্ষণ করে রাখা যাবে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কুড়িগ্রাম এর সহকারি পরিচালক আলী আকবর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, জয়মনিরহাট খাদ্য গুদাম কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।