ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরণ

  • Update Time : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • / 209

রোকন সরকার, কুড়িগ্রাম :

“বঙ্গবন্ধুর সোনার দেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ” খাদ্য অধিদপ্তরের এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও স্বাধিনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে এসব পারিবারিক সাইলো বিতরণ করা হয়।

এতে দূর্যোগকালীন সময়ে প্রায় ৭০ কেজি খাদ‍্য ও বীজ সংরক্ষণ করে রাখা যাবে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ‍্য বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কুড়িগ্রাম এর সহকারি পরিচালক আলী আকবর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, জয়মনিরহাট খাদ্য গুদাম কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media


ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরণ

Update Time : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

রোকন সরকার, কুড়িগ্রাম :

“বঙ্গবন্ধুর সোনার দেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ” খাদ্য অধিদপ্তরের এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও স্বাধিনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে এসব পারিবারিক সাইলো বিতরণ করা হয়।

এতে দূর্যোগকালীন সময়ে প্রায় ৭০ কেজি খাদ‍্য ও বীজ সংরক্ষণ করে রাখা যাবে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ‍্য বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কুড়িগ্রাম এর সহকারি পরিচালক আলী আকবর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, জয়মনিরহাট খাদ্য গুদাম কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।