গাজীপুরে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- Update Time : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / 208
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- মো. ফয়সাল এবং মো. সাফায়েত উল্যাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে র্যাব- এর একটি দল জানতে পারে যে, গাজীপুরের কালিয়াকৈর থানার হরতকিতলা চন্দ্রা ওভারব্রিজ এলাকায় কিছু মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে। এরপর র্যাবের ওই দলটি কালিয়াকৈর থানার হরতকিতলা গ্রামের চন্দ্রা ওভারব্রিজের পশ্চিম মাথায় হাজী মোহাম্মদ আলী সুপার মার্কেট-৩ এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপরে অভিযান চালায়। অভিযানে মো. ফয়সাল এবং মো. সাফায়েত উল্যাহ নামে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। এরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন জেলা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।