নীলফামারীর ১২ ইউপিতে ৬৯৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
- Update Time : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / 170
মশিয়ার রহমান, নীলফামারী:
আসন্ন চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৬ ডিসেম্বর। উক্ত নির্বাচনে নীলফামারী জেলার দুটি উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার (২৫ নবেম্বর) বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৬৯৩ জন প্রতিদ্বন্দি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই দিন রাত ৯টায় প্রার্থীদের মধ্যে কোন পদে কত জন মনোনয়নপত্র দাখিল করেছেন তা সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন অফিসার কর্তৃক ঘোষণা করা হয়।
দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৯ নবেম্বর, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবে।
আজ শুক্রবার এ ব্যাপারে নীলফামারী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নে তিনটি পদে ৪০৩ জন প্রতিদ্বন্দী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪১জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৯৬জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৬৬জন রয়েছে। সৈয়দপুর উপজেলার ৫ ইউনিয়নের তিনটি পদে ২৯০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩০জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৬৩জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৯৭জন রয়েছেন।