ত্রিশালে হতদরিদ্র পরিবারকে ঘর করে দিলেন যুবলীগ নেতা

  • Update Time : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / 206

ময়মনসিংহ প্রতিনিধি:

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক অসহায় হতদরিদ্র পরিবারকে সেমিপাকা ঘর উপহার দিয়েছেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

জাহিদুল ইসলাম জুয়েল সরকার ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি। উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর গ্রামের মো. মজিবুর রহমানের পরিবারকে এই ঘর উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে জুয়েল ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা যুবলীগ সূত্র জানায়, ওই গ্রামের হতদরিদ্র মজিবুর রহমান তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙা ঘরে বসবাস করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে মুজিবুর রহমানকে ঘর উপহার দেওয়ার পরিকল্পনা করেন। ওই পরিকল্পনা থেকেই নিজস্ব অর্থায়নে সেমিপাকা ঘর তৈরি করে আজ ঘরের চাবি হস্তান্তর করেন।

ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক উজ্জ্বল মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় নেতারা।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার বলেন, দেশে একজন মানুষও গৃহহীন হয়ে থাকবে না স্লোগান সামনে রেখে উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় পরিবারটিকে ঘর তুলে দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ত্রিশালে হতদরিদ্র পরিবারকে ঘর করে দিলেন যুবলীগ নেতা

Update Time : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি:

যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এক অসহায় হতদরিদ্র পরিবারকে সেমিপাকা ঘর উপহার দিয়েছেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

জাহিদুল ইসলাম জুয়েল সরকার ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি। উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর গ্রামের মো. মজিবুর রহমানের পরিবারকে এই ঘর উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে জুয়েল ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা যুবলীগ সূত্র জানায়, ওই গ্রামের হতদরিদ্র মজিবুর রহমান তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙা ঘরে বসবাস করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে মুজিবুর রহমানকে ঘর উপহার দেওয়ার পরিকল্পনা করেন। ওই পরিকল্পনা থেকেই নিজস্ব অর্থায়নে সেমিপাকা ঘর তৈরি করে আজ ঘরের চাবি হস্তান্তর করেন।

ঘরের চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক উজ্জ্বল মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় নেতারা।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার বলেন, দেশে একজন মানুষও গৃহহীন হয়ে থাকবে না স্লোগান সামনে রেখে উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় পরিবারটিকে ঘর তুলে দেওয়া হয়েছে।