চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১৯, মৃত্যু ৫

  • Update Time : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • / 193

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের।

সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন করোনা আক্রান্তের মধ্যে ১১৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১০০ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৩ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে। অসচেতনতা এবং জ্বর, সর্দি-কাশিকে গুরুত্ব না দেওয়ার কারণে মৃত্যুহার বাড়ছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।

Please Share This Post in Your Social Media


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১৯, মৃত্যু ৫

Update Time : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের।

সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন করোনা আক্রান্তের মধ্যে ১১৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১০০ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৩ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে। অসচেতনতা এবং জ্বর, সর্দি-কাশিকে গুরুত্ব না দেওয়ার কারণে মৃত্যুহার বাড়ছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।