চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ

  • Update Time : ১১:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / 177

নিজস্ব প্রতিনিধি:

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে আগামীকাল সন্ধ্যা ৬টার পর থেকে সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
.

আজ শুক্রবার (২রা এপ্রিল) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার এর আওতার বাইরে থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সকল প্রকার পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও সিনেমা হল আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। বুধবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেন।

এদিকে শেরপুরের গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ সকল বিনোদন ও পর্যটন কেন্দ্রে ভ্রমণে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ১লা এপ্রিল থেকে মৌলভীবাজার, কুয়াকাটা, পার্বত্য তিন জেলায় সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media


চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ

Update Time : ১১:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিনিধি:

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে আগামীকাল সন্ধ্যা ৬টার পর থেকে সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
.

আজ শুক্রবার (২রা এপ্রিল) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার এর আওতার বাইরে থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সকল প্রকার পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র ও সিনেমা হল আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। বুধবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেন।

এদিকে শেরপুরের গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ সকল বিনোদন ও পর্যটন কেন্দ্রে ভ্রমণে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ১লা এপ্রিল থেকে মৌলভীবাজার, কুয়াকাটা, পার্বত্য তিন জেলায় সব পর্যটন কেন্দ্র পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন।