রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
- Update Time : ০১:৪২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / 234
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম এম এ লতিফুর রহমান (৩০)।শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতিফুর রহমানের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারীতে। ঢাকার যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা ও এক সন্তান নিয়ে থাকতেন। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে ডিউটি করতেন।
শনিবার রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইন্সল্যাবের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন। পথচারীরা তাকে উদ্ধার করেন। এসময় তারা সাভার থেকে ফিরে আসা একটা অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে তুলে দেন। অ্যাম্বুলেন্স চালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত এগারোটায় তাকে মৃত ঘোষণা করেন। তার আইডি কার্ড থেকে নাম ঠিকানা পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনার সংবাদে নিউমার্কেট ও শাহবাগ থানার পুলিশ ছুটে আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।