কঠোর লকডাউন: রাজধানীতে ১৭ জনকে জরিমানা, আটক ৩
- Update Time : ০১:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / 217
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগ মোড়ে র্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক যাত্রী ও পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যদি কেউ যক্তিক কারণ না দেখাতে পারেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে মাস্কবিহীন রিকশাচালক বা পথচারীদের মাস্ক বিতরণ করছেন। অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া বেরোনোর কারণে পথচারী দুই জনকে জরিমানা করা হয়েছে। তারা হলেন- রুবেল মিয়া ও সোহেল রানা। তাদের দুইশত থেকে সাতশ’ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বলে জানান র্যাব-৩ নির্বাহী, ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, প্রত্যেকের উচিত বিধিনিষেধ মেনে চলা। সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা যদি সেগুলো মেনে চলি আশা করি করোনা সংক্রমণ কমে আসবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যারা কোন নির্দিষ্ট জবাব দিতে পারছেন না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আমি বারবারই সবাইকে বলছি সরকার নিদের্শনা যেটা দিয়েছে সেটা মেনে চলতে হবে।
সেটা না মানলে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে রাজধানী মিরপুর ১৪ নম্বর এলাকায় চলমান বিধিনিষেধ ভঙ্গ করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ১৫ জনকে ৩শ’ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
এসময় জরিমানার টাকা দিতে না পারায় ৩ জনকে আটক করা হয়। আজ সকাল থেকে কাফরুল থানার পাশের সড়কে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।