রাজধানীতে বাস টার্মিনালে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • Update Time : ১২:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • / 202

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় এক ব্যক্তির হাত-পা ও মস্তক বিচ্ছিন্ন বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর মহাখালী বাস টার্মিনালে দুই হাত ও দুই পা পাওয়া গেছে।
.

রোববার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে ওই বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধারের পর সেগুলোকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তবে মৃত ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।

মহাখালি বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাতে মহাখালি বাস টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগভর্তি দুই হাত ও দুই পা পাওয়া যায়। অজ্ঞাতনামা কোনো ব্যক্তি যাত্রী সেজে ব্যাগে করে হাত পা চারটি বাস কাউন্টারের সামনে ফেলে রেখে গেছে। এগুলো গতকাল রোববার মহাখালী আমতলী থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরই বিচ্ছিন্ন হাত পা বলেই মনে হচ্ছে। তবে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে, রোববার রাত ৯টার দিকে বনানী থানা পুলিশ মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন ছিল।

পুলিশের ধারণা,  হত্যার পর ঘাতকরা মরদেহটি সেখানে ফেলে গিয়েছিল। পরে রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media


রাজধানীতে বাস টার্মিনালে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Update Time : ১২:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় এক ব্যক্তির হাত-পা ও মস্তক বিচ্ছিন্ন বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর মহাখালী বাস টার্মিনালে দুই হাত ও দুই পা পাওয়া গেছে।
.

রোববার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে ওই বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধারের পর সেগুলোকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তবে মৃত ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।

মহাখালি বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাতে মহাখালি বাস টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগভর্তি দুই হাত ও দুই পা পাওয়া যায়। অজ্ঞাতনামা কোনো ব্যক্তি যাত্রী সেজে ব্যাগে করে হাত পা চারটি বাস কাউন্টারের সামনে ফেলে রেখে গেছে। এগুলো গতকাল রোববার মহাখালী আমতলী থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরই বিচ্ছিন্ন হাত পা বলেই মনে হচ্ছে। তবে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে, রোববার রাত ৯টার দিকে বনানী থানা পুলিশ মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন ছিল।

পুলিশের ধারণা,  হত্যার পর ঘাতকরা মরদেহটি সেখানে ফেলে গিয়েছিল। পরে রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা পুলিশ।