টানা কয়েকদিনের তীব্র গরমের পর, অবশেষে বৃষ্টি এলো রাজধানীতে। নগরজুড়ে বইছে স্বস্তির বাতাস।
.
বুধবার (২৮ এপ্রিল) রাত প্রায় পৌনে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন জায়গায় নামে বৃষ্টি। এর আগে শুরু হয় কালবৈশাখি ঝড়, ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রতা।
কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছিলো মানুষ। অবশেষে বৃষ্টিতে জুড়ালো নগর। গত সোমবার (২৬ এপ্রিল) রাজধানীতে গত ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়। গত রবিবার যশোরে রেকর্ড করা হয় ৪১ দশমিক ৪ ডিগ্রি। যা বাংলাদেশে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এরই মধ্যে আবহাওয়া বিভাগ জানিয়েছিলো, ধীরে ধীরে কমবে তাপমাত্রা।
শুধু রাজধানীতেই নয়, বৃষ্টি হয়েছে দেশের আরো কয়েক জায়গায়। পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা ও সুনামগঞ্জেও বৃষ্টি হয়েছে।