রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

  • Update Time : ১২:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 91

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আরিফুল ইসলাম (৪০) ও সৌভিক করিম (৪২)।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে ট্রাকটি চিহ্নিত করে চালককে আটকের চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য মরদহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী সুমন জানান, তারা দুজনেই একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করতেন। মোটরসোইকেলে করে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্বায় দুজন নিহত হন।

আরিফুলের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তার বাবার নাম খাইরুল ইসলাম। সৌভিকের গ্রামের বাড়ি নোয়াখালীতে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

Update Time : ১২:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আরিফুল ইসলাম (৪০) ও সৌভিক করিম (৪২)।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে ট্রাকটি চিহ্নিত করে চালককে আটকের চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য মরদহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী সুমন জানান, তারা দুজনেই একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে চাকরি করতেন। মোটরসোইকেলে করে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্বায় দুজন নিহত হন।

আরিফুলের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তার বাবার নাম খাইরুল ইসলাম। সৌভিকের গ্রামের বাড়ি নোয়াখালীতে।