মাহে রমজানকে স্বাগত জানাল ইবি শিক্ষার্থীরা

  • Update Time : ০৭:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / 63

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের গেটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে রমজানকে স্বাগত জানানো হয়েছে। আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহ্বান পৌঁছে দিবো। এরপর দোয়া পরিচালনার মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


মাহে রমজানকে স্বাগত জানাল ইবি শিক্ষার্থীরা

Update Time : ০৭:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের গেটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে রমজানকে স্বাগত জানানো হয়েছে। আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহ্বান পৌঁছে দিবো। এরপর দোয়া পরিচালনার মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।