বাংলাদেশ ছাত্রলীগের ফুটসাল প্রতিযোগিতা বয়কট ঢাবি ছাত্রলীগের

  • Update Time : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / 58

জাননাহ, ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিলিয়ে মোট ৬৪টি দল নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে এই ফুটসাল প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা।

ঢাবি ছাত্রলীগের এ প্রতিযোগিতা বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক পারভেজ মুন্সি। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বয়কট করেছে।

পারভেজ মুন্সি আরও বলেন, রোববার (৩ মার্চ) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় বা নেতাকর্মীদের সঙ্গে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ফুটসাল দল সেখানে গেলে আমাদের সভাপতি-সাধারণ সম্পাদককে দেখতে পাইনি।

তিনি বলেন, এরপর আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, আমাদের সভাপতি-সাধারণ সম্পাদককে আমন্ত্রণই জানানো হয়নি। প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা এখানে এসেছেন, কিন্তু আমাদের দুই নেতাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। এটি দুঃখজনক। এজন্য আমরা এই টুর্নামেন্টকে বয়কট করেছি।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে ‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই-স্মার্ট বাংলাদেশ গড়বই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে নিয়ে এই ফুটসাল প্রতিযোগিতার ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন আরও বলেন, আগামী ৪ মার্চ সকাল ৮টা থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। ১০ মার্চ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির পর্দা নামবে। সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে। ৬৪ দল নিয়ে আয়োজিত হবে। প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দুইজন করে অতিরিক্ত খেলোয়াড় দলে সংযুক্ত থাকবেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশ ছাত্রলীগের ফুটসাল প্রতিযোগিতা বয়কট ঢাবি ছাত্রলীগের

Update Time : ০৭:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিলিয়ে মোট ৬৪টি দল নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে এই ফুটসাল প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা।

ঢাবি ছাত্রলীগের এ প্রতিযোগিতা বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক পারভেজ মুন্সি। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বয়কট করেছে।

পারভেজ মুন্সি আরও বলেন, রোববার (৩ মার্চ) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় বা নেতাকর্মীদের সঙ্গে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ফুটসাল দল সেখানে গেলে আমাদের সভাপতি-সাধারণ সম্পাদককে দেখতে পাইনি।

তিনি বলেন, এরপর আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, আমাদের সভাপতি-সাধারণ সম্পাদককে আমন্ত্রণই জানানো হয়নি। প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা এখানে এসেছেন, কিন্তু আমাদের দুই নেতাকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। এটি দুঃখজনক। এজন্য আমরা এই টুর্নামেন্টকে বয়কট করেছি।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে ‘মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবই-স্মার্ট বাংলাদেশ গড়বই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে নিয়ে এই ফুটসাল প্রতিযোগিতার ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন আরও বলেন, আগামী ৪ মার্চ সকাল ৮টা থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। ১০ মার্চ বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির পর্দা নামবে। সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে। ৬৪ দল নিয়ে আয়োজিত হবে। প্রত্যেক দলে পাঁচজন করে খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দুইজন করে অতিরিক্ত খেলোয়াড় দলে সংযুক্ত থাকবেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।