চবির ভর্তি পরিক্ষার্থীদের সহযোগিতায় সক্রিয় ছিল ইলিশের বাড়ির সংগঠন
- Update Time : ১১:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / 172
মো: মুরাদ হোসেন:
চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সুশৃঙ্খল, ভাতৃত্ববোধ ও বন্ধুসুলভ সহযোগী সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও নৈতিক দায়িত্ববোধ থেকে প্রতি বছর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিনামূল্যে আবাসন ব্যবস্থা, পরিক্ষা কেন্দ্র খুঁজে দেওয়া ও যাতায়াতের ক্ষেত্রে বাস ও ট্রেনের টিকেট প্রাপ্তিতে সহযোগিতা করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ২৭শে অক্টোবর থেকে শুরু করে ২নভেম্বর পর্যন্ত টানা সাত দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিশেষ করে চাঁদপুর জেলা থেকে আগত তরুণ স্বপ্নবাজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেছে। ভর্তি পরীক্ষাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার কাটা পাহাড়ের রোডে অবস্থান করে চাঁদপুরের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পরিক্ষা কেন্দ্র ও হল খুঁজে দেওয়া, রোড ম্যাপ দেখিয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় ও পরীক্ষা সম্পর্কে নানাবিধ জিজ্ঞাসার তথ্য দিয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত ভাবে করেছে।
চাঁদপুরের শিক্ষার্থীরা যাতে দ্বিধামুক্ত থেকে পরীক্ষা দিতে পারে সেইজন্য রাতে সংগঠনটির সদস্যরা নিজেদের থাকার রুম ছেড়ে দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আরামে রাত্রিযাপনের ব্যবস্থা করেছে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বুক ভরা স্বপ্ন, পরিবারের কাঙ্ক্ষিত আশা ও উচ্চ শিক্ষা গ্রহণে লক্ষ্যে প্রতিবছর পাহাড়ি অরুণ্যে ঘেরা সুসজ্জিত বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসে। অপরিচিত জায়গায় ভর্তি যুদ্ধের মানসিক চাপ ও আশা নিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমবেত হয়। শিক্ষার্থীদের এই কঠিন সময়ে রাত্রিযাপন ও নিরাপদে যাতায়াত দিকনির্দেশনা খুবই প্রয়োজন হয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যাতে মনোবল ঠিক রেখে নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা দিতে পারে সেইজন্য বন্ধুসুলভ সহযোগিতা নিয়ে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে আস্থাভাজন হিসেবে ছিল চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।
সংগঠনটির সভাপতি ফারুকুল ইসলাম বলেন, প্রতি বছরই ন্যায় এবারও আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসা চাঁদপুরের প্রায় ১,৬০০ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করেছি। ভর্তি পরিক্ষাকালীন সময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যা বা হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছি। চাঁদপুরের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সেবা নিশ্চিত করার জন্য একটি উপকমিটি গঠন করেছি। যারা ভর্তি পরিক্ষাকালীন টানা সাত দিন প্রত্যেকটি ইউনিটের ভর্তি কার্যক্রম চলার সময়ে সংগঠনের নিজস্ব টি-শার্ট ও ব্যানারে হেল্প ডেস্ক বসিয়ে ভর্তিচ্ছুদের সহযোগিতা করেছে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী সাবেকুন নাহারের বাবা বলেন,”চাঁদপুর থেকে অপরিচিত জায়গায় মেয়েকে নিয়ে আসলাম। কোন আত্মীয় স্বজন নাই কি করবো ভেবে পাচ্ছিলাম না। তখন চাঁদপুরের শিক্ষার্থীদের ব্যানার দেখে যোগাযোগ করলাম। তারা আমার ও আমার মেয়ের থাকার ব্যবস্থা করে দেয়। চাঁদপুরের ছাত্ররা যে আপ্যায়ন ও সহযোগিতা করেছে সেইজন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ।”
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরিক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর সদস্যরা পরিক্ষাকালীন পরিচ্ছন্ন ক্যাম্পাস অভিযান কর্মসূচি বাস্তবায়ন করেছে। পরিবেশ সুরক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাটা পাহাড়ের রোড “নিজে হলে সচেতন আসবেই আসবে পরিবর্তন” “Keep Clean & Go Green” ইত্যাদি লেখা প্লেকার্ড হাতে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পরিস্কার করে আগন্তুক অতিথিদের পরিবেশ সুরক্ষার সচেতনমূলক বার্তা প্রদান করে।