‘সহিংসতাবিরোধী’ উন্মুক্ত কনসার্ট আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- Update Time : ১২:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / 127
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
“সহিংসতাবিরোধী” কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের এ আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শুক্রবার বেলা আড়াইটায় কনসার্টটি শুরু হওয়ার কথা রয়েছে ৷ ‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করেছে। শিল্পের মাধ্যমে দেশবাসীকে সহিংসতা প্রতিরোধের বার্তা দেওয়া কনসার্টের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে তারা।
শিরোনামহীন, মেঘদলসহ ১২টি ব্যান্ড (গানের দল) গান পরিবেশন করবে এই কনসার্টে। থাকবে একক গান ও নৃত্য।
গানের দলগুলোর মধ্যে রয়েছে: শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, কৃষ্ণপক্ষ, কাল্, অবলিক, অসৃক, গানকবি ও বুনোফুল৷ এছাড়া একক সংগীত পরিবেশন করবেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, তাবিব মাহমুদ, রানা, উদয়, অপু, উপায় ও অনিন্দ্য৷
উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি করবেন নৃত্য পরিবেশন৷ মূকাভিনয় পরিবেশন করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। এ ছাড়া থাকবে একটি সমবেত ‘থিমেটিক পারফরম্যান্স’৷