এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্ররা ব্যর্থ: রাবি উপাচার্য

  • Update Time : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / 156

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্ররা সফল হয়নি। পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। এ কারণেই হয়তো তারা ব্যর্থ।’

সোমবার (৪ অক্টোবর) ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘জালিয়াতি চক্ররা সক্রিয় আছে কিনা জানি না। তবে আমরা বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যেভাবে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, সেটা নিয়ে আমরাও পজিটিভলি চিন্তা করছি। তবে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না। স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয় মিলেই সব কিছু করবো। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের ওপর।’

No description available.

‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টায়, দুপুর ১২টায় থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টায় পরীক্ষা শেষ হবে। প্রতি শিফটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

এ ছাড়া আগামী ৬ অক্টোবর একই সময়সূচিতে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তিচ্ছু। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

Please Share This Post in Your Social Media


এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্ররা ব্যর্থ: রাবি উপাচার্য

Update Time : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্ররা সফল হয়নি। পরীক্ষাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে। এ কারণেই হয়তো তারা ব্যর্থ।’

সোমবার (৪ অক্টোবর) ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘জালিয়াতি চক্ররা সক্রিয় আছে কিনা জানি না। তবে আমরা বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে মনিটরিং করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যেভাবে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নিচ্ছে, সেটা নিয়ে আমরাও পজিটিভলি চিন্তা করছি। তবে আমরা গুচ্ছ পদ্ধতিতে যাব না। স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয় মিলেই সব কিছু করবো। এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের ওপর।’

No description available.

‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টায়, দুপুর ১২টায় থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টায় পরীক্ষা শেষ হবে। প্রতি শিফটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

এ ছাড়া আগামী ৬ অক্টোবর একই সময়সূচিতে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে অংশ নেবে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন ভর্তিচ্ছু। তাদের মধ্যে ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নিবেন।