বীমা আইন সংশোধনী খসড়া নিয়ে আইডিআর’র পরামর্শ সভা ৬ নভেম্বর
- আপডেটের সময়: ০২:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 58
বীমা খাতের নীতি, কাঠামো ও প্রশাসনিক প্রক্রিয়া সময়োপযোগী করার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক পরামর্শ সভার আয়োজন করার উদ্যোগ হাতে নিয়েছে।
এতে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম। সভাটি আইডিআরএ’র নিজস্ব সভাকক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরকৃত নোটিশ সূত্রে জানা গেছে, এ সভায় মূলত বীমা আইন, ২০১০- এর সংশোধনী খসড়া ম্যাট্রিক্স নিয়ে বিশদ আলোচনা হবে। একই সঙ্গে খাত সংশ্লিষ্ট বিবিধ নীতি ও কাঠামোগত বিষয়ের ওপর মতবিনিময় অনুষ্ঠিত হবে, যাতে সংশোধনী আইনটি যুগোপযোগী ও বাস্তবধর্মী হয়।
সভায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বীমা খাতের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানপ্রধান এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন- অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জীবন ও সাধারণ বীমা কর্পোরেশন, পেশাদার সংগঠনসহ বীমা সংশ্লিষ্ট বিভিন্ন সমিতি ও সংস্থার প্রতিনিধিরা।






























