২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তথ্য প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
- Update Time : ০১:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / 179
নিজস্ব প্রতিবেদক:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
শনিবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নীরবে কিছুক্ষণ শহীদ বেদির সামনে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করেন এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
এছাড়াও সকালে বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে চালানো হয় গ্রেনেড হামলা। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী। এছাড়া অনেক সাংবাদিকও আহত হন।